Skip to content
Home » ৭ম দিন – বিশ্রামবারের বিশ্রাম

৭ম দিন – বিশ্রামবারের বিশ্রাম

  • by

নবী ঈসা আল মসীহকে ইহূদির পবিত্র দিনে, এখন শুভ শুক্রবার বলে পরিচিত বিশ্বাসঘাত এবং ক্রুশারোপন করা হয়েছিল I নিস্তারপর্ব বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্যাস্তের সময় শুরু হয়েছিল এবং শুক্রবার সূর্যাস্তে শেষ হয়েছিল –  সপ্তাহের ষষ্ঠ দিনে I সেই দিনের শেষ ঘটনা মৃত নবীর সমাধি কার্য ছিল I ইঞ্জিল লিপিবদ্ধ করে কিভাবে নবীর অনুসরণকারী মহিলারা এটিকে প্রত্যক্ষ্য করেছিল I

55গালীল থেকে যীশুর সঙ্গে আগত মহিলারা যোষেফকে অনুসরণ করে সমাধি স্থানটি ও কীভাবে তাঁর দেহটি রাখা হল, তা দেখলেন। 56তারপর তাঁরা বাড়ি ফিরে বিভিন্ন রকম মশলা ও সুগন্ধিদ্রব্য প্রস্তুত করলেন। কিন্তু বিধানের প্রতি বাধ্য হয়ে তাঁরা বিশ্রামদিনে বিশ্রাম করলেন।

লূক 23

মহিলারা নবীর দেহকে প্রস্তত করতে চেয়েছিল তবে সময় কম পড়ে গিয়েছিল এবং বিশ্রাম আরম্ভ হয়ে গিয়েছিল সূর্যাস্তে শুক্রবার সন্ধ্যায় I এটি সপ্তাহের সপ্তম দিন ছিল এবং ইহূদিদের এই দিনে কাজ করার অনুমতি ছিল না I এই আজ্ঞা তাওরাতের মধ্যে পেছনে সৃষ্টির বিবরণে নিয়ে গেল I আল্লাহ ৬ দিনগুলোতে সমস্ত কিছু সৃষ্টি করলেন I তাওরাত ব্যক্ত করল:  

1এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সবকিছু সৃষ্টির কাজ সম্পূর্ণ হল। 2সপ্তম দিনে এসে ঈশ্বর তাঁর সব কাজকর্ম সমাপ্ত করলেন; তাই সপ্তম দিনে তিনি তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। 3আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তাঁর সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন।

আদি পুস্তক 2

তাই মহিলারা, যদিও তারা চেয়েছিল তাঁর দেহকে প্রস্তুত করতে, তাওরাতের প্রতি বাধ্য ছিল এবং বিশ্রাম করল I 

তবে মহা যাজকরা বিশ্রাম বারে তাদের কাজ চালিয়ে যেতে থাকল I দেশাধ্যক্ষ্যের সাথে তাদের সভাগুলোকে ইঞ্জিল লিপিবদ্ধ করে I 

62পরের দিন, অর্থাৎ প্রস্তুতি-দিনের পরদিন, প্রধান যাজকেরা ও ফরিশীরা পীলাতের কাছে গেল। 63তারা বলল, “মহাশয়, আমাদের মনে পড়ছে, সেই প্রবঞ্চক জীবিত থাকাকালীন বলেছিল, ‘তিন দিন পরে আমি আবার উত্থিত হব।’ 64সেই কারণে, তিন দিন পর্যন্ত সমাধিটি পাহারা দিতে আদেশ দিন, তা না হলে, তাঁর শিষ্যেরা এসে সেই দেহ চুরি করে নিয়ে যাবে ও লোকদের বলবে যে তিনি মৃতলোক থেকে জীবিত হয়ে উঠেছেন। তাহলে শেষের এই প্রতারণা প্রথমের থেকে আরও গুরুতর হবে।”

65পীলাত উত্তর দিলেন, “তোমরা পাহারা দাও। গিয়ে সমাধি যতটা সুরক্ষিত রাখতে পারো, তোমরা তাই করো।” 66তাই তারা গেল, সেই পাথরটি মোহরাঙ্কিত করে সমাধি সুরক্ষিত করল ও প্রহরীদের নিযুক্ত করল।

মথি 27

যাতে করে বিশ্রামবার মহা যাজকদেরকে একজন প্রহরীর দ্বারা সমাধিটিতে  দেহের চারপাশে সুরক্ষার ব্যবস্থা করতে দেখল I নবী ঈসা আল মসীহর (আঃ) দেহ মৃত্যুর মধ্যে বিশ্রাম নিল যখন মহিলারা পবিত্র সপ্তাহের সেই বিশ্রাম বারের বাধ্যতায় বিশ্রাম নিল I কালপঞ্জি দেখায় কিভাবে তাদের বিশ্রামের সেই দিন সৃষ্টির সপ্তম দিনকে প্রতিবিম্বিত করে যেখানে তাওরাত বলে আল্লাহ সৃষ্টির থেকে বিশ্রাম নিলেন I     

বিশ্রামবার নবী ঈসা আল মসীহর জন্য মৃত্যুর বিশ্রাম  

ঊষার শপথ, (জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ, জোড় ও বেজোড়ের শপথ, আর রাতের শপথ যখন তা গত হতে থাকে, অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।

সুরা আল-ফজর ৮৯: ১-৫

আমরা দেখি পরের দিনের বিরতি কি প্রকাশ করে I 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *